ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

রাজশাহীতে টেস্ট ভেন্যুর দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১১

রাজশাহী: রাজশাহীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি প্রতিষ্ঠা ও  ক্রিকেটের টেস্ট ভেন্যুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার দুপুরে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী বাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী ও পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।



মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিক্ষানগরী হিসেবে পরিচিত বিভাগীয় শহর রাজশাহীতে সব ধরনের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বে শুধু বৈষম্যের কারণে এখানে টেস্ট ভেন্যু দেওয়া হচ্ছে না।

বক্তারা অবিলম্বে রাজশাহীতে টেস্ট ভেন্যু ঘোষণাসহ বিকেএসপি প্রতিষ্ঠার জোর দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র শরিফুল ইসলাম বাবু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।