ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

কান্দাম্বি বাদ, নতুন মুখ সচিত্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জুলাই ২১, ২০১১
কান্দাম্বি বাদ, নতুন মুখ সচিত্র

কলম্বো: অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী আগস্টে হোম সিরিজ শুরুর আগে একদিন ও টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। ঘোষিত দলে নেই থিলানা কান্দাম্বি।

তবে নতুন মুখ হিসেবে লঙ্কান দলে এসেছেন সচিত্র সেনানায়েক।

২০ সদস্যের দলে অধিনায়ক হিসেবে তিলকারতেœ দিলশানের ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা। তবে দলে জায়গা হয়নি ইংল্যান্ড সফরে দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা থিলানা কান্দাম্বির।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে চোট পান পেসার দিলহারা ফার্নান্দো। চোটআক্রান্ত হওয়ায় খেলতে পারেনি ইংলিশদের বিপক্ষে একদিনের সিরিজে। অসিদের বিপক্ষে হোম সিরিজের স্কোয়াডেও বাদ পড়েছেন এই বোলার। জাতীয় দলে  প্রথমবারের মতো ডাক পেয়েছেন অফ স্পিনার সচিত্র  সেনানায়েক।

অসিদের বিপক্ষে পাঁচটি একদিনের ম্যাচ, দুটি টি-টোয়েন্টি ও তিনটি টেস্ট ম্যাচ খেলবে স্বাগতিকরা। ৬ আগস্ট টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ।

শ্রীলঙ্কা স্কোয়াড: তিলকারতেœ দিলশান (অধিনায়ক), মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, অ্যাঞ্জেলো ম্যাথুস, চামারা কাপুগেদারা, জীবন মেন্ডিস, চামারা সিলভা, দিনেশ চান্দিমাল, ডিমুথ করুনারতেœ, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, সুরঙ্গা লাকমাল, ধাম্মিকা প্রসাদ, নুয়ান কুলাসেকারা, ইসুরু উদানা, সুরজ রনদিভ, অজন্তা মেন্ডিস, রঙ্গনা হেরাথ, মালিঙ্গা বান্দারা ও সচিত্র সেনানায়েক।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।