ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

অধিনায়ক জটিলতায় লো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০
অধিনায়ক জটিলতায় লো

ফ্রাঙ্কফুট: অধিনায়ক প্রশ্নে জোয়াকিম লো এবারও কূটনৈতক আশ্রয় নিলেন। বলেছেন সেপ্টেম্বরের আগে অধিনায়কের নাম জানাবেন না।



২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য জোয়াকিম লোকে অধিনায়ক ঘোষণা করতে হবে একমাস পর। এরই মধ্যে বিশ্বকাপের আগের অধিনায়ক মাইকেল বালাক এবং বিশ্বকাপ দলের অধিনায়ক ফিলিপ লামের সঙ্গে বোঝাপড়া করে নিতে হবে।
    
দলের নেতা নিয়ে বির্তক আছে। এজন্যই কি তিনি বুধবার ডেনমার্কের বিপক্ষে প্রীতি ম্যাচে রাখেননি বালাক বা লামকে?

বিষয়টি নিয়ে গণমাধ্যম সরগরম হওয়ায় একটু বিরক্ত হয়েছেন লো। গণমাধ্যম ও ফুটবল বোদ্ধাদের এক হাত নিয়েছেন। বলেন,“আমার চেয়েও বিষয়টি নিয়ে বেশি মাতামাতি করছে মিডিয়া আর বোদ্ধরা। আমি কোন মন্তব্য করতে চাই না। কেননা তা জার্মান দলের জন্য কিছুই বয়ে আনবে না। ”
 
তবে সমাধানের কথাও বলেছেন,“আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছি। এজন্য কথা বলব দুজনের সঙ্গে। এরপর হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ”

বাংলাদেশ সময়: ২০০১ ঘন্টা, আগস্ট ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।