ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

কোপা আমেরিকার ফাইনালে উরুগুয়ের প্রতিপক্ষ প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১১
কোপা আমেরিকার ফাইনালে উরুগুয়ের প্রতিপক্ষ প্যারাগুয়ে

আর্জেন্টিনা: কোপা আমেরিকার ফাইনালে উরুগুয়ের প্রতিপক্ষ প্যারাগুয়ে। দ্বিতীয় সেমিফাইনালে পেনাল্টি শুটে ভেনিজুয়েলাকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে তারা।

কোপায় দুইবারের চ্যাম্পিয়নদের জয়ের নায়ক গোলরক্ষক ভিলার। পেনাল্টি থামিয়ে দলকে ফাইনালে উন্নিত করেন তিনি।   

নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকে। অতিরিক্ত ৩০ মিনিটেও গোল হয়নি। ফলে পেনাল্টি শুটে গড়ায় খেলা। আগে শট নিয়ে সবগুলো শটে গোল নিশ্চত করে প্যারাগুয়ে। অন্যদিকে ভেনিজুয়েলা প্রথম গোল করলেও দ্বিতীয় শট মিস। বল থামিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক ভিলার।

লুসেনার শটটি ছিলো একে তো দুর্বল তরওপর মাটি কামরানো। ভিলার খুব সহযেই ডানদিকে ঝাপিয়ে পড়ে বুকের সঙ্গে জাপটে ধরেন বল। প্রতিযোগিতায় অসাধারণ খেলছেন প্যারাগুয়ের গোলরক্ষক ভিলার। গোল তো আগেই হয়ে যেতো। নির্ধারিত সময়ে গোল হই হই করেও হয়নি। কারণ ভিলার অসাধারণ গোলকিপিং। নিশ্চিত গোলের বল চুম্বকীয় শক্তির মতো নিয়ন্ত্রণে নিয়েছেন।

পেনাল্টিতে প্যারাগুয়ের খেলোয়াড়রা সবগুলো শট জোরে নিয়েছেন। গোলরক্ষকের নিয়ন্ত্রণের বাইরে দিয়ে বল জালে ঠাই নিয়েছে। খেলায় অতটা ছন্দ ছিলো না যতটা পেনাল্টি শুটে দেখা গেছে।

অনেক স্বপ্ন নিয়ে প্রথমবারের মতো কোপার সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিলো ভেনিজুয়েলা। ফাইনালের টিকিট পেলে ইতিহাস হয়ে যেতো। ভাগ্যদেবির আনুকূল্য না পাওয়ায সেমিফাইনালেই থেমে যেতে হলো। অবশ্য ভেনিজুয়েলার কোপা অভিযান এখনই শেষ হচ্ছে না। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পেরুর বিপক্ষ খেলতে হবে তাদেরকে।

প্যারাগুয়ের পক্ষে গোল করেন: ভেরন, মার্টিনেজ, রিভারস, ব্যারস, অর্টিগোজা।

ভেনিজুয়েলা: মিকু, রেয়, মালডোনাডো।

বাংলাদেশ সময় রোববার হবে আর্জেন্টিনা-ব্রাজিল বিহীন কোপা আমেরিকার ফুটবল ফাইনাল।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জুলাই ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।