ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

জাতীয় দলের নতুন ফিজিও ঢাকায়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জুলাই ২০, ২০১১
জাতীয় দলের নতুন ফিজিও ঢাকায়

ঢাকা: জাতীয় দলের নতুন ফিজিও ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান নাগরিক বিভব সিং ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার থেকে জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন তিনি।

বিভব দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ফিজিও হিসেবে কাজ করছেন। দেশের নাশুয়া ডলফিন এবং গোল্ডেন অ্যারো ফুটবল ক্লাবেরও ফিজিও ছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ‘আইপিএল’ এ সাকিব আল হাসানের দল কলকাতা নাইটরাইডার্স এবং চ্যাম্পিয়ন্স লিগ টিম এসএ রেডব্যাকস এর সহকারি ফিজিওর ভুমিকায় দেখা গেছে।

বিভব সিং দক্ষিণ আফ্রিকার ইকেজেন ইউনিভার্সিটি থেকে ২০০৪ সালে ফিজিও থেরাপিস্ট হিসেবে ডিগ্রি পান। অর্থপেডিক ম্যানিপুলেটিভ থেরাপিস্ট ডিপ্লোমা অর্জন করেন ২০০৭ সালে। কেপ টাউনের ইনস্টিটিউট অব সাউথ আফ্রিকা থেকে স্পোর্টস ফিজিওথেরাপির ওপর মাস্টার্স ডিগ্রি নিয়েছেন অধ্যাপক টিম নোকসের কাছ থেকে।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।