ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

ওপেন স্কোয়াশ শুরু বৃহস্পতিবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুলাই ২০, ২০১১

ঢাকা: ডিজিটাল অটো কেয়ার ওপেন স্কোয়াশ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। প্রতিযোগিতায় পাঁচটি বিভাগে ঢাকা, চট্টগ্রাম এবং বগুড়ার ১১টি ক্লাবের ৭৬ জন খেলোয়াড় এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।

বিভাগগুলো হলো প্রিমিয়ার ডিভিশন, এ- ডিভিশন, বি- ডিভিশন, অনূর্ধ্ব-১৮ এবং ঊর্ধ্ব-৪৫। এবারের আসরের উদ্বোধন করবেন বানিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান। টুর্নামেন্ট উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য উপস্থাপন করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ইফতেখার উদ্দিন নওশাদ। এ সময় উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের কর্ণধার মুশফিকুর রহমান মোহন।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ২০ জুলাই, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।