ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

টেরেন্টো মাস্টার্সে অখ্যাত জুটির কাছে নাদাল-দোকোভিচের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০
টেরেন্টো মাস্টার্সে অখ্যাত জুটির কাছে নাদাল-দোকোভিচের হার

টরেন্টো: বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুই টেনিস তারকা স্পেনের রাফায়েল নাদাল ও সার্বিয়ার নোভাক দকোভিচ জুটিকে হারিয়ে দিয়েছে মামুলি দুই টেনিস খেলোয়াড়। মঙ্গলবার টেরেন্টো মাস্টার্সের দ্বৈতে ভাসেক পস্পিসিল ও মিলোস রাওনিচ জুটির কাছে হেরে প্রথম রাউন্ডেই বিদায় নেয় শীর্ষ তারকাদ্বয়।

 

যদি হাড্ডাহড্ডি লড়াইয়ের পর প্রথম সেট ৭-৫ গেমে জিতে নেন নাদাল ও নোভাক জুটি। তবে পরের দুই সেটে অপ্রতিরোধ্য হয়ে খেলেন ভাসেক পস্পিসিল ও মিলোস রাওনিচ জুটি। দ্বিতীয় সেট জেতেন একটু সহজ করে ৬-৩ গেমে। অবশ্য গেম নির্ধারনী সেটে তীব্র লড়াই হয়েছে। অখ্যাত জুটি এগিয়ে যাওয়র পর খানিক পরেই সমতায় ফিরেছেন বিখ্যাত দুজন। শেষে ১০-৮ গেমে সেট জিতে দ্বিতীয় রাউন্ডে উঠে যায় কানাডিয়ান ভাসেক ও সার্বিয়ান রাওনিচ।  

২১ বছর বয়সী কানাডিয়ান ভাসেক ও ১৯ বছর বয়সী সার্বিয়ান রাওনিচ পরের রাউন্ডে মুখোমুখি হবেন উইম্বলডন চ্যাম্পিয়ন ও জুর্গেন মেলজার ও ফিলিপ পেটসচনার।

৩৪ বছর আগে আগে র‌্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বর জিমি কর্ন্নোস ও আর্থার অ্যাশও জুটি গড়ে ছিলেন দ্বৈতের খেলায়।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘন্টা, আগস্ট ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।