ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

দ্বিতীয় টেস্টও ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১০
দ্বিতীয় টেস্টও ইংল্যান্ডের

এজবাস্টন: ব্যর্থতার রাহু মুক্ত হতে পারছে না পাকিস্তান। ইংলিশদের চাপে রীতিমতো চিড়েচেপ্টা হচ্ছে।

প্রথম টেস্টের লজ্জা ঘোচার আগেই দ্বিতীয় টেস্টে ৯ উইকেটে হার মানতে হয়েছে পাকিস্তানকে।

ইংল্যান্ড: ২৫১ ও ১১৮/১
পাকিস্তান: ৭২ ও ২৯৬

অথচ ইংল্যান্ডের মাঠেই অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখিয়েছিলো পাকিস্তান। ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ নিয়েছিলো। সেই দলটিই এখন ধুকছে। ইংলিশ বোলারদের সামনে দাঁড়াতেই পারছে না তাদের ব্যাটসম্যানরা।

প্রথম ইনিংস গুটিয়ে গেছে ৭২ রানে। সেই একই উইকেটে পাকিস্তানের আক্রমণাত্মক পেস বোলিংকেও সামাল দিয়েছে অনায়াসে। কেভিন পিটারসেন ৮০ এবং জোনাথন ট্রটের ৫৫ রানের ইনিংস দুটির সুবাদে অলআউটের আগে ২৫১ করে ইংল্যান্ড।

অবশ্য দ্বিতীয় ইনিংসে তুলনামূলক ভালো ব্যাটিং করেছে পাকিস্তান। জুলকারনাইন হায়দার ৮৮ এবং সাঈদ আজমল ৫০ রান করলে ২৯৬ রানের সংগ্রহ পায় ওয়াকারের দল।

প্রতিপক্ষকে ১১৮ রানের ছোট লক্ষ্য দিতে পারে সফরকারী দল। নিজেদের মাঠে খুব সহজেই লক্ষ্য পূরণ করে ফেলে ইংল্যান্ড।

চার টেস্ট সিরিজে ২-০ তে এগিয়ে গেলো ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘন্টা, আগস্ট ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।