bangla news

তৃতীয় রাউন্ডে নাদাল-মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৫-০৪ ১:১০:৩৮ এএম
ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

মাদ্রিদ মাস্টার্সে নিজ নিজ ম্যাচে জয় পেয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে। স্প্যানিশ তারকা নাদাল হারান অ্যান্দ্রে কুজনেতসোভাকে। আর অভিজ্ঞ রাদেক স্টেপানেকের বিপক্ষে জয় তুলে নেন মারে।

ঢাকা: মাদ্রিদ মাস্টার্সে নিজ নিজ ম্যাচে জয় পেয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে। স্প্যানিশ তারকা নাদাল হারান অ্যান্দ্রে কুজনেতসোভাকে। আর অভিজ্ঞ রাদেক স্টেপানেকের বিপক্ষে জয় তুলে নেন মারে।

তৃতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে পুরুষ টেনিসের সাবেক নাম্বার ওয়ান নাদাল সরাসরি দুই সেটে জয় পান। মঙ্গলবার তিনি ৬-৩ ও ৬-৩ গেমে জয় পান। চলতি বছরে এটি তার টানা ১১তম ম্যাচ জয়।

অন্যদিকে স্টেপানেকের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝড়াতে হয় বৃটিশ তারকা মারেকে। প্রথম সেট ৭-৬ গেমে জয় পেলেও দ্বিতীয় সেটটি তিনি ৩-৬ গেমে হেরে বসেন। তবে তৃতীয় সেটে ৬-১ গেমে জিতে দারুণ ভাবে ঘুরে দাঁড়ান।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ০৪ মে, ২০১৬
এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2016-05-04 01:10:38