ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

দ্রুতই মাঠে ফিরবো: বেকহাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০
দ্রুতই মাঠে ফিরবো: বেকহাম

প্যাসাডেনা: অ্যাকিলিস চোটের জন্য বিশ্বকাপ খেলতে পারেননি ইংলিশ তারকা ডেভিড বেকহাম। কিন্তু আত্মবিশ্বাসটা মরে যায়নি।

স্বপ্ন দেখছেন সেপ্টেম্বরেই গ্যালাক্সির হয়ে মাঠে ফেরার।

শনিবার ফক্স সকার চ্যানেলে এক সাক্ষাৎকারে এ কথাই জানালেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।

৩৫ বছর বয়সী বেকহাম গত মার্চে গ্যালাক্সি থেকে ধারে খেলতে আসেন সিরি ‘আ’ কাব এসি মিলানে। ওই সময় অ্যাকিলিস চোটে আক্রান্ত তিনি।

চিকিৎসক চোটের ধরনের দেখে বলেছেন অক্টোবরের আগে মাঠে নামতে পারবেন না বেকহাম। কিন্তু আত্মবিশ্বাসী তিনি। বলেন,“অক্টোবরের দুই থেকে তিন সপ্তাহ আগেই মাঠে ফিরবো। ”

অবশ্য আত্মবিশ্বাসী হওয়ার কারণটা এভাবেই জানালেন তিনি,“এটা কেবল আমার হাঁটুর গুলে শক্তি ফিরে পাওয়ার ব্যাপার। ”

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘন্টা, আগস্ট ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।