ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ওমর গুল চোট নিয়ে খেলার বাইরে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০
ওমর গুল চোট নিয়ে খেলার বাইরে

লন্ডন: এমনিতে প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে না তারওপর চোট পেয়েছেন উমর গুল। ইংল্যান্ড সফরের বাকি সময়টা তাকে মাঠে নাও পেতে পারে পাকিস্তান।

অধিনায়ক সালমান বাটের জন্য বিপদের ঝুঁকিটা আরো বেড়ে গেলো বৈকি।

শনিবার এজবাস্টনে দ্বিতীয় টেস্টে বোলিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। পাকিস্তান দলের ম্যানেজার ইয়ার সাঈদ বার্তা সংস্থা রয়টার্সকে জানান,“উমরকে এমআরআই’র জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। রিপোর্ট হাতে (রোবাবার) এলেই বুঝতে পারব কত দিনের জন্য খেলতে পারবে না। তবে এ টেস্ট আর খেলতে পারবে না উমর। ”

ওভালে ১৮ আগস্ট শুরু হবে তৃতীয় টেস্ট। এর আগে দর্শক হয়ে থাকবেন তিনি। তাঁর জায়গায় দলে ডাক পেতে পারেন বাঁহাতি পেসার ওহাব রিয়াজ।

প্রথম টেস্টে উমর গুল পেয়েছেন চারটি উইকেট। এজন্য তিনি খরচ করেছেন ৯২ রান।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘন্টা, আগস্ট ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।