bangla news

তৃতীয় রাউন্ডে মারের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৩-২৯ ১:২৯:০২ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মিয়ামি ওপেনে বিদায় ঘণ্টা বাজলো অ্যান্ডি মারের।র্জিজর দিমিত্রোভের বিপক্ষে তৃতীয় রাউন্ডে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন টেনিস বিশ্বের ২ নম্বর তারকা। যদিও প্রথম সেটে এগিয়ে ছিলেন মারে।তবে পরের দুই সেটে নিজের সেরাটা দিতে না পারায় বাদ পড়লেন তিনি।

ঢাকা: মিয়ামি ওপেনে বিদায় ঘণ্টা বাজলো অ্যান্ডি মারের।র্জিজর দিমিত্রোভের বিপক্ষে তৃতীয় রাউন্ডে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন টেনিস বিশ্বের ২ নম্বর তারকা। যদিও প্রথম সেটে এগিয়ে ছিলেন মারে।তবে পরের দুই সেটে নিজের সেরাটা দিতে না পারায় বাদ পড়লেন তিনি।

 

মিয়ামির এবারের আসরে শুরুটা ভালোই করেছিলেন মারে। কিন্তু তৃতীয় রাউন্ডে ২৮ নম্বর বাছাই দিমিত্রোভের বিপক্ষে টাইব্রেকারে ৬-৭ গেমে জয়ী হন এই বৃটিশ নাম্বার ওয়ান। তবে পরের দুই সেটে ৬-৪ ও ৬-৩ গেমে হার মানেন।

 

বুলগেরিয়ান তারকা দিমিত্রোভ ২০১৪ সালের পর এই প্রথমবার মারের বিপক্ষে জিতলেন। আর এ জয়ের ফলে চতুর্থ রাউন্ড নিশ্চিত করলেন তিনি।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৬
এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2016-03-29 01:29:02