ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

সেনাবাহিনী আন্ত:অঞ্চল ফুটবলে শিরোপা জিতেছে বগুড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০
সেনাবাহিনী আন্ত:অঞ্চল ফুটবলে শিরোপা জিতেছে বগুড়া

ঢাকা: সেনাবাহিনীর আন্ত:অঞ্চল ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে বগুড়া অঞ্চল। রানার আপ হয়েছে কুমিল্লা অঞ্চল।



সাভার সেনানিবাসে রোববারের ফাইনালের নির্ধারিত সময় ১-১ গোলে অমীমাংসিত থাকে। অতিরিক্ত সময়েও সমাধান না আসায় টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচ। শ্যুটআউটে কুমিল্লাকে ৫-৪ গোলে হারায় বগুড়া।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বগুড়া অঞ্চলের সৈনিক সরওয়ার হোসেন। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন চট্রগ্রাম সেনানিবাসের এসসিই মাসুদ পারভেজ।

পরে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল হামীদ আল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসূফ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘন্টা, আগস্ট ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।