ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

এশিয়ান গেমসের জন্য বিদেশি কোচ নিয়োগের সিদ্ধান্ত বাফুফের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০

ঢাকা: চীনের গুয়াংঝুতে অনুষ্ঠেয় ১২তম এশিয়ান গেমসের জন্য বিদেশি কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার জাতীয় ফুটবল দল ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

তবে কোচ নির্বাচনের সিদ্ধান্ত হবে ৯ আগস্ট বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির পরবর্তী বৈঠকে।

সার্বিয়ার জোরান দর্দেভিচ-ই ছিলেন বাফুফের সর্বশেষ বিদেশি কোচ।

এশিয়ান গেমসের জন্য ২০ আগষ্ট থেকে একমাসের প্রাথমিক ক্যাম্প শুরু করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবারের সভায়। ৩০ থেকে ৩৫ জন ফুটবলারকে এই ক্যাম্পে ডাকা হবে। তবে চূড়ান্ত দল ঘোষণা হবে গেমসের দুই সপ্তাহ আগে।

স্থানীয় কোচ হিসেবে সাইফুল বারি টিটোর হাতেই দায়িত্ব দেওয়া হয়েছে। তার সহকারি হিসেবে থাকছেন সৈয়দ গোলাম জিলানি ও মাহবুবুর রহমান রক্সি।

প্রাথমিক দল নির্বাচনের দায়িত্ব এদের হাতেই ছেড়ে দিয়েছে দল ব্যবস্থাপনা কমিটি। ব্যবস্থাপনা কমিটির পরবর্তী বৈঠকের আগেই এই দল ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘন্টা, আগস্ট ০৭, আগস্ট ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।