ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

কোচিং কোর্স সম্পন্ন করলেন ইউনুস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জুন ২৮, ২০১১
কোচিং কোর্স সম্পন্ন করলেন ইউনুস

করাচি: জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ) থেকে লেভেল টু কোচিং কোর্স সম্পন্ন করেছেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)‘র পরিচালনায় লেভেল ওয়ান কোর্সও করেছেন ডানহাতি এই  ব্যাটসম্যান।

ইউনুস বলেন,“আমার মনে হয়, ক্রিকেট খেলা ও কোচিং এই দুটোর মধ্যে পার্থক্য অনেক। এজন্য প্রয়োজন আলাদা দক্ষতার (স্কিল)। এটার প্রয়োজন নেই যদি আপনি একজন সফল ক্রিকেটার হন, সহজেই কোচিং করাতে পারবেন। ”

খেলা এবং শিক্ষা দুটোই আলাদা বিষয় উল্লেখ করে তিনি বলেন,“খেলা সম্পর্কে জানা আমার কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ। কেননা তা একজন ক্রিকেটারকে ভালোভাবে তৈরি হতে সাহায্য করে। ”

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন,“আমি বলতে চাই খেলা থেকে অবসর নেওয়ার পর কোচ হওয়ার ইচ্ছা আমার নেই। ”

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।