ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

২০১৫’র বিশ্বকাপে খেলবে সহযোগীরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জুন ২৮, ২০১১
২০১৫’র বিশ্বকাপে খেলবে সহযোগীরা

হংকং: ১০ দলের বিশ্বকাপ প্রতিযোগিতার সিদ্ধান্ত থেকে সরে এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে টেস্ট খেলুড়ে দেশগুলো নিয়ে প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব উত্থাপন করে সমালোচিত হয় সংস্থাটি।

হংকংয়ে আইসিসির বার্ষিক সম্মেলনে আগামী বিশ্বকাপেও সহযোগী চারটি দেশকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ ২০১১ সালের বিশ্বকাপেও অংশ নেয় ১৪ দল।

আইসিসির প্রধান নির্বাহী কমিটি বিশ্বকাপে সহযোগী দেশগুলোকে অংশগ্রহণের জন্য বাছাই প্রতিযোগিতা আয়োজনের সুপারিশ করেছে নির্বাহী বোর্ডের কাছে।  

সংস্থার পরবর্তী সভাপতি ও সহ-সভাপতি পদে প্রার্থী হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ। এ দুটি দেশও ১০ দলের বিশ্বকাপের আয়োজনের বিরোধিতা করেছে। টেস্ট খেলুড়ে ১০টি দেশের মধ্যে আটটি ও সহযোগী ৫০টি দেশের মধ্যে ৩৮টি দেশ ভোট দেয় ১৪ দল নিয়ে বিশ্বকাপ করার পক্ষে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুন ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।