ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে ২-১ গোলে জয়ী বাংলানিউজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জুন ২৮, ২০১১
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে ২-১ গোলে জয়ী বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল প্রতিযোগিতায় নিজেদের প্রথম খেলায় মঙ্গলবার দেশের সবচে প্রাগ্রসর অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম ২-১ গোলে হারিয়েছে দৈনিক আমারদেশ পত্রিকাকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

বাংলানিউজের পক্ষে গোল দুটি করেন সিরাজুল ইসলাম  ও আতিক । সিরাজুল ইসলাম ম্যাচসেরা খেলোয়ার নির্বাচিত হন।

ম্যাচের শুরু থেকেই আমার দেশের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন বাংলানিউজের খেলোয়াররা।

একের পর এক আক্রমনে আমার দেশের রক্ষণভাগ ভেঙ্গে দেন অধিনায়ক সালাউদ্দিন, সহ-অধিনায়ক আনোয়ারুল করিম, সাব্বিন হাসান ও আতিক। তাদের বল যোগান দিতে ভূমিকা রাখেন সিরাজ, জীবন আমীর, রুবেল।

প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বাংলানিউজের আক্রমণ আরও গতি পায়। তবে দলের পক্ষে কাঙ্খিত গোল আসার আগেই আমারদেশের রক্ষণভাগের খেলোয়ারের মারা লং শটের বল বৃষ্টিতে পিচ্ছিল হয়ে যাওয়া গোলপোস্টের সামনে গোলরক্ষক নাজমুল হাসানকে ফাঁকি দেয়।

এর পরের সময়টুকুর পুরোটা জুড়েই ছিলো বাংলানিউজের প্রাধান্য।

সাব্বিন হাসানের এগিয়ে দেওয়া বল থেকে কোনাকুটি শটে গোল পান সিরাজ। খেলায় সমতা আনার পর মাত্র চার মিনিটের মাথায় সিরাজের লম্বা থ্রো-ইনে লাফিয়ে উঠে চমৎকার হেডে গোল করেন আতিক। এরপর খেলায় ছিলো রেফারির শেষ বাঁশি বাজার অপেক্ষা মাত্র।

এদিকে মিডিয়া কাপের প্রথম ম্যাচে জয়ের পর বাংলানিউজের পক্ষে দুই জন গোলদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন এডিটর ইন চিফ আলমগীর হোসেন।

স্কয়ার ট্রয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতায় দেশের ২৪টি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া হাউজ অংশ নিচ্ছে। আটটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো এ প্রতিযোগিতার প্রথম রাউন্ডে খেলবে।

একই ভেন্যুতে সকাল সাড়ে ৯টায় চ্যানেল আই-ইন্ডিপেন্ডন্ট, ১০টায় বাংলাভিশন-নিউনেশন, ১১টায় ডেইলি স্টার-রেডিও টুডে, সাড়ে ১১টায় একুশে টিভি-এবিসি রেডিও এবং দুপুর ১২টায় বৈশাখী টিভি - ফিনাশিয়াল এক্সপ্রেসের ম্যাচ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময় : ১৪৩২ ঘণ্টা, জুন ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।