ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

২০২০ সাল পর্যন্ত ভারতে নিষিদ্ধ বাংলাদেশ ক্রিকেট দল?

তৈয়বুর রহমান টনি, নিউইয়র্ক প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জুন ২৮, ২০১১

নিউইয়র্ক: ২০২০ সাল পর্যন্ত ভারতের মাটিতে অলিখিতভাবে নিষিদ্ধ হতে চলেছে বাংলাদেশ ক্রিকেট দল।  

হংকংয়ে আইসিসির বার্ষিক সম্মেলন সামনে রেখে ক্রিকেটের ভবিষ্যত সফরসূচি ঘোষণা করা হয়েছে।



এতে ভারত এবং ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের কোনও টেস্ট ম্যাচ খেলার সুযোগ থাকছে না। এই সফরসূচি আট বছরের জন্য করা হয়েছে।

টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশ এখনও প্রতিবেশী দেশ ভারতে দ্বিপক্ষীয় সিরিজ খেলার কোনও সুযোগ পায়নি। এ সুযোগ আগামী ২০২০ সাল পর্যন্ত পাচ্ছে না আর।

অথচ ভারতে খেলার জন্য বাংলাদেশের বার বার তাগাদা সত্ত্বেও ভারত তাতে কোনও সাড়া দেয়নি এ পর্যন্ত।

অন্যদিকে ইংল্যান্ডে আগে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেলেও আর পাচ্ছে না। আইসিসির এই সফরসূচিতে বাংলাদেশ টেস্ট ম্যাচেও উপেক্ষিত হল।

বাংলাদেশ এই আট বছরে মাত্র ৪২টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবে। যেখানে ইংল্যান্ড পাবে সর্বোচ্চ ৯৯টি।

বাংলাদেশ টেস্টে ভালো দল নয়, এমন অজুহাতে ভারত তাদের দেশে বাংলাদেশকে এখনও আমন্ত্রণ জানায়নি। এছাড়া বাংলাদেশের বিপক্ষে ঘরোয়া টেস্ট সিরিজের খরচ না উঠে আসার আশঙ্কাও রয়েছে ভারতীয়দের।

এসব কারণেই বাংলাদেশকে আমন্ত্রণ জানাচ্ছে না ভারত। যদিও ভারত বেশ কয়েক বার বাংলাদেশে এসে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলে গেছে।

তাই আইসিসির নতুন সফরসূচি বাস্তবায়ন হলে ভারতে টেস্ট ম্যাচ খেলার স্বপ্ন অধরাই থেকে যাবে বাংলাদেশের।

তবে বাংলাদেশ ২০১৪ সালে মে মাসে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে বলে সফরসূচিতে রয়েছে।

ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজ খেলার সম্ভাবনা ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে।

অন্যদিকে আইসিসির সফরসূচিতে বাংলাদেশের ইংল্যান্ড সফরের ক্ষেত্রে উপেক্ষিত হল। বাংলাদেশকে ইংল্যান্ড সফরে কোনও টেস্ট ম্যাচ রাখা হয়নি ভবিষ্যত সফর সূচিতে।

সফরসূচিতে বেশি টেস্ট ম্যাচ খেলার দিক থেকে সবার উপরে রয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড এই আট বছরে ৯৯টি টেস্ট ম্যাচ খেলবে।

যে বাংলাদেশ মাত্র ৪২টি টেস্ট ম্যাচ খেলা সুযোগ পাবে।

এছাড়া অস্ট্রেলিয়া ৯২টি, ভারত ৯০টি, দক্ষিণ আফ্রিকা ৭৬টি। তবে বাংলাদেশের চেয়ে টেস্ট ম্যাচ খেলার দিক থেকে উপরে রয়েছে পাকিস্তান।

পাকিস্তান খেলবে মাত্র ৬৫টি টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচের মতো ওয়ানডে ম্যাচ খেলার শীর্ষে রয়েছে ভারত। তারা ১৬০টি ওয়ানডে ম্যাচ খেলবে।

সবচেয়ে কম ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। মাত্র ৬৪টি। এছাড়া সফর সূচিতে ভারতের আইপিএল এবং চ্যাম্পিয়ন লিগের জন্য সময় রাখা হয়েছে। যাতে সব দেশের খেলোয়াড় এখানে খেলতে পারে। তবে পাকিস্তানের ২০১৩ সালে একবার ভারত সফরের কথা রয়েছে। সূত্র : ক্রিকইনফো ওয়েবসাইট।
 
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জুন ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad