ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

হ্যান্ডবলে চ্যাম্পিয়ন স্কলাস্টিকা-নারিন্দা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, জুন ২৭, ২০১১

ঢাকা: ১৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতার বালিকা বিভাগে শিরোপা জিতেছে স্কলাস্টিকা।

ফাইনালে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ১২-৮ গোলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেলকে পরাজিত করে। প্রর্থমার্ধে ৭-৪ গোলে এগিয়ে ছিলো নারিন্দা।

বিজয়ী দলের পক্ষে সানভির ৭ ও রিংকু ৩টি গোল করেন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেলের পক্ষে নাইমুর রহমান ৪টি এবং কবিরুল আলম করেন দুটি গোল। বালক বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়ের সানভির।

এদিকে বালিকা বিভাগের ফাইনালে স্কলাষ্টিকা ৪-৩ গোলে সানিডেইলকে হারায়। বিজয়ীদল প্রর্থমার্ধে ৩-২ গোলে এগিয়ে ছিলো। স্কলাষ্টিকার পক্ষে আফিফা ও সামাহা ২ টি করে গোল করে। সানিডেইলের পক্ষে যথাক্রমে রামিসা, আরোয়া ও রাইসা ১টি করে গোল করে। এ বিভাগের সেরা খেলোয়াড় হন স্কলাষ্টিকার সামাহা।

বাংলাদেশ সময়: ২০১৫ঘণ্টা, জুন ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad