ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

জামাল ভুঁইয়াকে বাদ দিয়ে জাতীয় দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জুন ২৭, ২০১১

ঢাকা: গোলরক্ষক বিপ্লবকে অধিনায়ক করে বিশ্বকাপ প্রাক বাছাইয়ে পাকিস্থানের বিপক্ষে সোমবার ২৩ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাফুফে। ঘোষিত দলে জায়গা পাননি বাংলাদেশি বংশোম্ভুত ডেনমার্কের ফুটবলার জামাল ভুঁইয়া।

পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণেই জামালকে দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য হাসানুজ্জামান খান বাবলু।

তিনি বলেন,“জামালের পারফরমেন্সে কোচ সন্তুষ্ট। পাসপোর্ট না হওয়ায় এবার জাতীয় দলে জায়গা পাননি। তবে তিনি আমাদের গুডবুকে রয়েছেন। অচিরেই জাতীয় দলে আনা হবে তাকে। ”

বাংলাদেশ দল: বিপ্লব ভট্টাচার্য (অধিনায়ক), মো. নেহাল (গোলরক্ষক), মো. মামুন খান (গোলরক্ষক)।

রক্ষণভাগ: মামুন মিয়া, লিংকন, ইয়ামিন মুন্না, উত্তম কুমার বনিক, আরিফুল ইসলাম, রেজাউল করিম, নাসিরুল ইসলাম এবং ইউসুফ আলী খান।

মধ্যমাঠ: মারুফ আহমেদ, মোনায়েম খান রাজু, মামুনুল ইসলাম মামুন, জাহিদ হোসেন, শাকিল আহমেদ, আবদুল বাতেন কোমল এবং আতিকুর রহমান মিশু।

আক্রমণভাগ: মিথুন চৌধুরী, ইউসুফ, জাহিদ হাসান এমিলি, সোহেল রানা এবং শাখাওয়াত হোসেন রনি।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুন ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।