ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

রিয়ালেই থাকতে চান করিম বেঞ্জেমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জুন ২৭, ২০১১
রিয়ালেই থাকতে চান করিম বেঞ্জেমা

মাদ্রিদ: স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদেই থাকতে চান ফরোয়ার্ড করিম বেঞ্জেমা। কখনো ক্লাব ছাড়ার ভূত তার মাথায় আসেনি বলে দাবি করে জানালেন, আগামী মৌসুমেও নিজের পারফরমেন্স ধরে রাখতে চান তিনি।

প্রথম মৌসুমে সান্টিয়াগো বার্নাব্যুতে নিজের অবস্থান শক্তিশালী করতে পারেননি বেঞ্জেমা। গুঞ্জন ছিলো ক্লাব ছাড়ছেন ফ্রান্সের এই ফরোয়ার্ড। রিয়ালে তার পরিস্থিতি ভালোভাবেই পর্যবেক্ষণ করেছে ইংল্যান্ডের আর্সেনাল ও ইতালির জুভেন্টাস ক্লাব। অবশ্য গুজব উড়িয়ে দিয়ে ‘কোথাও যাচ্ছি না’ এ বার্তার মাধ্যমে নিজের অবস্থান আরও পরিস্কার করলেন বেঞ্জেমা।

এএসকে এক সাক্ষাৎকারে বেঞ্জেমা বলেন,“আমি নিজেকে কখনো দেখেনি রিয়াল মাদ্রিদ ছাড়তে। কঠিন সময়েও তা করবো না। আমার ব্যক্তিগত দর্শনই আমার একমাত্র শক্তি। ”

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুন ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।