ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

আগামী মৌসুমের আইপিএল হবে ৪ এপ্রিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জুন ২৭, ২০১১
আগামী মৌসুমের আইপিএল হবে ৪ এপ্রিল

নয়াদিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র পঞ্চম প্রতিযোগিতা হবে আগামী মৌসুমের ৪ এপ্রিল থেকে ২৭ মে। প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আপিএল চেয়ারম্যান চিরায়ু আমিন সোমবার এক বিবৃতিতে ৫৪দিন ব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতার তারিখ ঘোষণা করেন। শিগগির পূর্ণ সূচিও সরবরাহ করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন আমিন।

বিভিন্ন ক্লাবের হয়ে বিশ্বের সেরা ক্রিকেটাররা পারফরমেন্স করেন আইপিএলে। প্রতিযোগিতায় অংশ নেবে দশটি দল। সব মিলে ম্যাচ হবে ৭৪টি।

প্রতিযোগিতায় দুইবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। একবার করে শিরোপা জিতেছে রাজস্থান রয়্যালস ও ডেকান চার্জার্স।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।