ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

হেরে গেলেন ফেল্পস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০
হেরে গেলেন ফেল্পস

আরভিন: বেইজিং অলিম্পিকে জিতেছেন আটটি স্বর্ণপদক। গড়েছেন বিশ্বরেকর্ড।

জলদানব খ্যাত এ মার্কিন সাঁতারু মাইকেল ফেল্পস এবার ব্যক্তিগত মিডলেতে হেরে গেছেন স্বদেশী রায়ান লোকটের কাছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের সাঁতার চ্যাম্পিয়নশিপের ২০০ মিটার মিডলেতে ফেল্পসকে পেছনে ফেলেন লোকটে। এজন্য তিনি সময় নেন এক মিনিট ৫৪.৮৪ সেকেন্ড।

তবে সহজেই পদক ছিনিয়ে নিতে পারেননি লোকটে। হাড্ডাহাড্ডি লড়াই করেই পদকের দখল পান তিনি। বাটারফাই, ব্যাকস্ট্রোকে এগিয়ে থাকলেও ব্রেস্টস্ট্রোকে পিছিয়ে পড়েন ফেল্পস। এরপর ফ্রিস্টাইলে তার পূরণ করা সম্ভব হয়নি।

২৫ বছর বয়সী ফেল্পস বলেন,“৭৫ মিটার বাকি থাকতেই আমি অনুভব করছিলাম। আমার শরীর সহায্য করছে না। ”

লোকটেও যেন সেদিকেই ইঙ্গিত দিলেন। বলেন, ব্রেস্টস্ট্রোকে ফেল্পসকে ছাড়িয়ে যাওয়াই ছিলো প্রতিযোগিতার খুবই গুরুত্বপূর্ণ। সেখানে তিনি সফল হয়েছেন।

সে যাই হোক এক মিনিট ৫৪.৮৪ সেকেন্ডে ২০০ মিটার মিডলে ইভেন্ট জিতে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ২৬ বছর বয়সী লোকটে। এই ইভেন্টে আগের সেরা ছিলেন ফেল্পসই। এক মিনিট ৫৫ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি গড়েছিলেন জলদানব।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘন্টা, আগস্ট ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।