ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

সাত বছর পর নিউজিল্যান্ডে খেলবে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জুন ২৪, ২০১১
সাত বছর পর নিউজিল্যান্ডে খেলবে জিম্বাবুয়ে

ওয়েলিংটন: জিম্বাবুয়ে ক্রিকেট দলের ওপর থেকে নিউজিল্যান্ড সফরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে কিউই সরকার। দীর্ঘ বিরতির পর আগামী মৌসুমের শুরুতে তাই নিউজিল্যান্ড সফরে যেতে পারবে তারা।

সর্বশেষ ২০০৫ সালে রস টেলরদের দেশে যায় জিম্বাবুয়ে। এ সফরের পরই জিম্বাবুয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। জিম্বাবুয়ের রাষ্ট্রপতি রবার্ট মুগাবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই সিদ্ধান্ত নেয় কিউই সরকার।

আন্তর্জাতিক সূচি অনুযায়ী ২০১১ থেকে ২০১২ মৌসুমে নিউজিল্যান্ড সফরে যাবে জিম্বাবুয়ে। সফরে স্বাগতিকদের বিপক্ষে একটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।