ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

বিদায় বলে দিলেন স্টাইরিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জুন ২৪, ২০১১
বিদায় বলে দিলেন স্টাইরিস

ওয়েলিংটন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দিলেন নিউজিল্যান্ডের স্কট স্টাইরিস। অবসর নিলেও ঘরোয়া টি-টিয়েন্টি ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পারফরমেন্স করবেন বলে জানিয়েছেন এই অলরাউন্ডার।

স্টাইরিস বলেন,“আমি উপভোগ করি টি-টোয়েন্টি ম্যাচ। যদি পারি, ক্রিকেট চালিয়ে যাবো আরও এক থেকে দুইবছর। ”

চেন্নাই সুপার কিংসের এই ক্রিকেটার বলেন,“আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই ঠিক সময়। আমার মনে হয়, নতুন অধিনায়ক রস টেলরের নেতৃত্বে নবযুগে প্রবেশ করেছে নিউজিল্যান্ড। ”

কিউই এই অলরাউন্ডার খেলেছেন ২৯টি টেস্ট ও ১৮৮টি একদিনের ম্যাচ। সর্বশেষ খেলেছেন দশম বিশ্বকাপে। প্রতিযোগিতার সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নেয় নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।