ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

অলিম্পিক ডে রান শুক্রবার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, জুন ২৩, ২০১১

ঢাকা: আধুনিক অলিম্পিক আন্দোলনের জন্মলগ্ন উদযাপন ও অলিম্পিকবাদের শান্তি ও সৌহার্দ্যের বাণী সমাজের প্রতিটি স্তরে পৌছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) এর আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত হবে অলিম্পিক ডে রান ২০১১।

অলিম্পিক ডে রান সকাল সাতটায় সোহরোওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইন্সিটিউট হতে শুর হয়ে মৎস্য ভবন-কদম ফোয়ারা-শিক্ষা ভবন-আব্দুল গণি সড়ক-জিরো পয়েন্ট- গুলিস্তান-অলিম্পিক ভবন- রাজউক এভিনিউ-দৈনিক বাংলা মোড় হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মশাল গেটে এসে শেষ হবে।

মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার,এমপি অলিম্পিক ডে রানের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এছাড়া বিওএ মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুন ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।