ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

চোটমুক্ত শফিউল অনুশীলনে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জুন ২৩, ২০১১
চোটমুক্ত শফিউল অনুশীলনে

ঢাকা: পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় বিশ্রামে ছিলেন দ্রুতগতির বোলার শফিউল ইসলাম। প্রায় তিন সপ্তাহ পর চোট সমস্যা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন।

ক্যাম্পের শেষদিকে এসে অনুশীলনে যোগ দেওয়ায় খুব কষ্ট হচ্ছে বলে জানালেন দ্রুতগতির এই বোলার।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে শফিউল বলছিলেন,“তিনদিন হয় প্র্যাকটিস করছি। প্রথম দিন একা এবং পরের দিন দলের সঙ্গে ‘রানিং’ করেছি। অনুশীলন আমার জন্য কষ্ট হচ্ছে। যেহেতু তিন সপ্তাহ আমি বিশ্রামে ছিলাম। তারপরেও আমাকে রিকভরী করতে হবে। ”

পায়ের সমস্যাটা আগের মতো নেই বলেই অনুশীলনে যোগ দেওয়া। “অবস্থা আগের চেয়ে অনেক ভালো। ব্যথা নেই। এখন রানিং করতে কোন অসুবিধা হচ্ছে না। ”

জাতীয় দলের প্র্যাক-মৌসুম অনুশীলন ক্যাম্প শুরু হয় ৪ জুন থেকে। প্রথম সপ্তাহ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে, দ্বিতীয় সপ্তাহ বিকেএকপিতে, তৃতীয় সপ্তাহ ফের মিরপুর স্টেডিয়ামে এবং শেষ হবে কক্সসবাজারে। ২৬ জুন থেকে কক্সবাজারে তাবু ফেলবেন ক্রিকেটাররা।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুন ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।