ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ লিভস্কি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জুন ২৩, ২০১১
বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ লিভস্কি

ঢাকা: জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নিতে শুক্রবার ঢাকায় আসছেন মেসিডোনিয়ান নিকোলা লিভস্কি। দুপুর সোয়া একটায় তুর্কি এয়ারওয়েজে তিনি শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছাবেন বলে জানিয়েছে বাফুফে।

মেসিডোনিয়ার স্কোপজেতে ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের নতুন কোচ। সাবেক যুগস্লাভিয়ার ফুটবলার হিসেবে খেলেছেন ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে।

শুধু খেলোয়াড় নয়; কোচ হিসেবেও ক্যারিয়ারের প্রোফাইল বেশ লম্বা লিভস্কির। ২০০২ থেকে ২০০৩ মৌসুমে তার অধীনেই খেলে মেসিডোনিয়ার জাতীয় দল। এছাড়া ক্লাব ফুটবলেও কোচিংয়ের অভিজ্ঞতা আছে তার।

৫৬ বছর বয়সী লিভস্কির অধীনে মেসিডোনিয়ার এফকে পোবেদা ২০১০ খেলে উয়েফা কাপে। আর ২০০৩ থেকে ২০০৪ মৌসুমে প্রথমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হয় মেসিডোনিয়ার ক্লাবটি।

এ উপলক্ষে আগামী ২৫ জুন বাফুফে ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সংস্থাটি। বাংলাদেশের সাবেক কোচ রবার্ট রুবচিচের উত্তরসূরি হলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুন ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।