ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

বিশ্বকাপ প্রাক-বাছাই আবাসিক ক্যাম্পের ২৪ ফুটবলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, জুন ২২, ২০১১

ঢাকা: বিশ্বকাপের প্রাক-বাছাইয়ের পর্বের প্রথম রাউন্ডে ২৯ জুন হোম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এজন্য আগামী ২৪ জুন সকাল একারোটায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে।

বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যে সব ক্লাবের গ্রামীণফোন বাংলাদেশ লিগের খেলা শেষ হয়নি। সেসব ক্লাবের খেলোয়াড়রা নিজ নিজ ক্লাবের খেলা শেষে বাফুফে বা বিকেএসপিতে অনুষ্ঠিত আবাসিক ক্যাম্পে যোগদান করতে পারবেন।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগামী ২৯ জুন হোম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আবসিক ক্যাম্পের ২৪ জন খেলোয়াড়দের মধ্যে আছেন বিপ্লব ভট্টাচার্য, মো. নেহাল, মো. মামুন খান, মো. মামুন মিয়া, মো. লিংকন, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, উত্তম কুমার বনিক, মো. আরিফুল ইসলাম, মো. রেজাউল করিম, মো. নাসিরুল ইসলাম নাসির, মো. ইউসুফ আলী খান, মো. মারুফ আহমেদ,মো.মোনায়েম খান রাজু, মামুনুল ইসলাম মামুন, মো.জাহিদ হোসেন, মো.শাকিল আহমেদ, আব্দুল বাতেন মজুমদার কোমল, আতিকুর রহমান মিশু, জামাল ভূইয়া, মিথুন চৌধুরী, মো.ইউসুফ, মো.জাহিদ হাসান এমেলী, সোহেল রানা ও মো.শাখাওয়াত হোসেন রনি।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জুন ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad