ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

চেলসির নতুন কোচ ভিলাস-বোয়াস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জুন ২২, ২০১১
চেলসির নতুন কোচ ভিলাস-বোয়াস

লন্ডন: ইংলিশ ক্লাব চেলসির নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আন্দ্রে ভিলাস-বোয়াস। পতুর্গিজ এই কোচ ব্লুজদের সঙ্গে তিনবছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছে ক্লাব কর্মকর্তারা।

শিগগির স্ট্যামফোর্ড ব্রিজে কাজ শুরু করবেন ৩৩ বছর বয়সী ভিলাস-বোয়াস। তাকে ১৫ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেবে ব্লুজরা। এর মধ্যদিয়ে কার্লো আনচেলত্তির উত্তরসূরি হলেন তিনি। এক মাস আগে আনচেলত্তিকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয় চেলসি।

ভিলাসকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে ক্লাবের ওয়েবসাইটে বলা হয়েছে, কোচের দায়িত্ব পালনের জন্য আন্দ্রে ভিলাস-বোয়াস ছিলেন দারুণ একজন প্রার্থী। তরুণ কোচের মধ্যে ফুটবল বিশ্বে এমুহূর্তে সেরা তিনি। আর অল্প সময়ের মধ্যে অনেক সাফল্যও আছে তার ঝুলিতে।

গত মৌসুমে তার অধীনে ঘোরোয়া লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয় পর্তুগিজের ক্লাব এফসি পোর্তো। এছাড়া ইউরোপা লিগের শিরোপাও জেতে ক্লাবটি।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জুন ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।