ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

৫০ তম জাতীয় শিরোপা ফেল্পসের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১০
৫০ তম জাতীয় শিরোপা ফেল্পসের

ইরভিণ: ইউএস সাঁতার চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বৃহস্পতিবার ১০০ মিটার বাটারফাইয়ে প্রথম হয়ে ৫০তম জাতীয় শিরোপা জিতেছেন জলদানবখ্যাত মাইকেল ফেল্পস।

২০০৯ এ মাদক সেবনের অপরাধে তিন মাসের জন্য নিষিদ্ধ হওয়া বিশ্বসেরা এই সাঁতারু লন্ডন অলিম্পিকেও ঝড় তোলার ইঙ্গিত দিয়েছে এ প্রতিযোগিতার মধ্যদিয়ে।



১০০ মিটার বাটারফাই ইভেন্টে প্রথম হতে ফেল্পস সময় নেন ৫০ দশমিক ৬৫ সেকেন্ড। যা এই ইভেন্টে বছরের দ্রুততম টাইমিং রেকর্ড। বুধবার যেনতেনভাবে ২০০ মিটার বাটারফাইয়ে জেতার পর এ জয়ে খুশি ফেল্পস।

“আমি সত্যিই খুশি। আমি আমার এবং আগের দ্রুততম সময়ের মধ্যে কিছু দূরত্ব তৈরী করতে চাই। ” ইভগেনি করোতসিস্কিন এর ৫১ দশমিক ৭০ সেকেন্ডর রেকর্ড ভাঙ্গার পর এ কথা বলেন ফেল্পস।

প্রতিযোগিতায় এই ইভেন্টে দ্বিতীয় হয়েছেন টেইলর ম্যাকগিল(৫২ দশমিক ২০ সেকেন্ড) আর তৃতীয় টিমোথি ফিলিপস (৫২ দশমিক ৪১ সেকেন্ড)।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘন্টা, আগস্ট ৬, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad