ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

কমওয়েলথ গেমস-নির্ভয় দিলেন ভারতীয় মন্ত্রী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১০
কমওয়েলথ গেমস-নির্ভয় দিলেন ভারতীয় মন্ত্রী

নয়াদিল্লি: নয়াদিল্লিতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেইমসের প্রস্তুতি নিয়ে উদ্ভুত সমালোচনা উড়িয়ে দিয়ে সফল আয়োজনের নিশ্চয়তা দিলেন ভারতীয় ক্রীড়া মন্ত্রী এমএস জিল।

ধীরগতি আর সমন্বয়ের অভাবকে সামনে এনে এরইমধ্যে অভিযোগের আঙুল তোলা হয়েছে আয়োজকদের বিরুদ্ধে।



জিল বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষে দাঁড়িয়ে নিশ্চয়তা দিয়েছেন,“এই মাসের মধ্যেই সব ভেন্যু প্রস্তুত হয়ে যাবে। ”

“অধিকাংশ ভেন্যুতেই কোন রূপ ত্রুটি ছাড়াই শেষ হয়েছে পরীক্ষামূলক ইভেন্ট। আমি স্টেডিয়াম গুলোর উপর নজর রেখেছি, এগুলো প্রস্তুত। কেবল শেষ পলিশটাই বাকি আছে, যা হয়ে যাবে”বলেন জিল।

অক্টোবরের ৩-১৪ পর্যন্ত অনুষ্ঠেয় এ আসরের সফল আয়োজন সম্পন্ন করতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে নয়াদিল্লি।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘন্টা, আগস্ট ০৫, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad