ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডে তামিম নিবন্ধিত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুন ১৮, ২০১১
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডে তামিম নিবন্ধিত

ঢাকা: ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড কাউন্টি ক্রিকেট লিগের খেলোয়াড় নিবন্ধন তালিকায় তামিম ইকবালের নাম নিবন্ধিত হয়েছে। শনিবার নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

শিগগিরই নটিংহ্যামশায়ারের সঙ্গেও চুক্তি সম্পন্ন হবে। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড হাসির পরিবর্তে বাংলাদেশ দলের সহ-অধিনায়ককে টি-টোয়েন্টি প্রতিযোগিতার জন্য নিয়েছে নটিংহ্যাম। প্রতিযোগিতায় আপাতত ছয়টি ম্যাচ খেলবেন তামিম। সাকিব আল হাসানের দল উস্টারশায়ারের বিপক্ষেও দুটি ম্যাচ খেলার সুযোগ পাবেন বাঁহাতি এই মারকাটারি ব্যাটসম্যান।

২৯ জুনের মধ্যে ইংল্যান্ড যাবেন তামিম ইকবাল। সেখানে ১ জুলাই থেকেই খেলায় অংশ নিতে পারেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুন ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।