ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

ইডেন গার্ডেনে তিন ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুন ১৮, ২০১১
ইডেন গার্ডেনে তিন ম্যাচ

মুম্বাই: চলতি মৌসুমে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মুম্বাইয়ে ট্যুর, প্রোগ্রাম ও ফিক্সচার কমিটির সভার পর একথা ঘোষণা করে বোর্ড।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের জন্য এটি দারুণ খবর। ২০১১ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে নির্ধারিত সময় মাঠের কাজ শেষ করতে না পারায় ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হয়নি ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি। পরে আয়ারল্যান্ড-হোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে-কেনিয়া ম্যাচে স্বাগতিক হয় ইডেন।

এ মৌসুমে ভারত সফরে আসছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সফরে ইংলিশরা ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ও একটি একদিনের ম্যাচে মুখোমুখি হবে ইডেন গার্ডেনে। বাকি ম্যচগুলো হবে মুম্বাই, মোহালি, হায়দ্রাবাদ ও দিল্লিতে। আর ক্যারিবিয়রা একটি টেস্ট খেলবে ইডেনে ও বাকি দুটি হবে দিল্লি এবং মুম্বাইয়ে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।