ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

খেলা

সাভার সেনানিবাসে শেষ হলো গল্ফ টুর্নামেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জুন ১৭, ২০১১
সাভার সেনানিবাসে শেষ হলো গল্ফ টুর্নামেন্ট

ঢাকা: সাভার সেনানিবাসে শেষ হয়েছে দু’দিন ব্যাপী দ্বিতীয় ন্যাশনাল ব্যাংক কাপ গল্ফ টুর্নামেন্ট।

শুক্রবার বিকালে সাভার গল্ফ ক্লাব হাউজ মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ৯ পদাতিক ডিভিশনেরর জিওসি মেজর জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফ।

টুর্নামেন্টে জেন্টস এইট্রিন হোল, সুপার সিনিয়র, সিনিয়র, লেডিস, নন মেম্বারস জেন্টস, নাইন হোল এবং জুনিয়র গ্রুপে যথাক্রমে চ্যাম্পিয়ান হয়েছেন লেফটেনেন্ট কর্নেল আহসান আজিজ, বিগ্রেডিয়ার জেনারেল এম এ বি সিদ্দিকি, ইঞ্জিনিয়ার কাজী রেজাউল মোস্তফা, মিসেস কুলসুম ফরিদ, মিঃ সান চিল, বিগ্রেডিয়ার জেনারেল মোঃ তারিকুল আলম এবং মাস্টার সাদমান শাহারিয়ার শিকদার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, বিগ্রেডিয়ার জেনারেল তারিকুল আলম, বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবীর, সাভার গল্ফ ক্লাবের নির্বাহী কর্মকর্তা মেজর(অব.) শফিকুর রহমানসহ উধ্বর্তন সামরিক কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০৪০ঘণ্টা, জুন ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।