ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ডিআরএসের বিরোধী নন শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুন ১৭, ২০১১
ডিআরএসের বিরোধী নন শচীন

নয়াদিল্লি: ক্রিকেটে বিতর্কিত ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)’র বিরোধী নন ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার। এ পদ্ধতিকে আরও নির্ভরযোগ্য হতে হবে বলে মনে করেন লিটলমাস্টার।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)’র এ পদ্ধতি প্রয়োগের ব্যাপারে বরবারই আপত্তি করে আসছে। এ প্রয্ুিক্ত ব্যবহারের বিষয়ে শচীন বলছিলেন,“আমি ডিআরএসের বিপক্ষে নই। কিন্তু আমার মনে হয়, এটাকে আরও কার্যকর করার জন্য প্রয়োজন স্নিকোমিটার ও হট স্পট প্রযুক্তির। তাহলে ফলাফল (সিদ্ধান্ত) নির্ধারণে এটা আরও ধারাবাহিক হবে। ”

প্রান্ত চিহিৃত করতে ব্যবহৃত হয় স্নিকোমিটার। আর বলের পয়েন্ট (স্থান) ভালোভাবে বুঝতে প্রয়োগ করা হয় হট স্পট প্রযুক্তি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ডিআরএস পদ্ধতি ব্যধতামূলকভাবে ব্যবহারের সুপারাশি করেছে।

সতীর্থ বীরেন্দ্র শেবাগ ও ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক কোচ গ্যারি কারস্টেনও সমর্থন করেছেন ডিআরএস পদ্ধতিকে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জনু ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।