ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

দ্বিতীয় রাউন্ডে এগিয়েছেন সিদ্দিকুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুন ১৭, ২০১১
দ্বিতীয় রাউন্ডে এগিয়েছেন সিদ্দিকুর

ঢাকা: থাইল্যান্ডের সামুই গলফ টুর্নামেন্টের (কুইন্স কাপ) দ্বিতীয় রাউন্ডে ছয়ধাপ এগিয়েছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। শুক্রবার তীয় রাউন্ড শেষে চারজনের সঙ্গে যৌথভাবে আছেন পঞ্চমস্থানে।

সান্তিবুরি সামুই কাউন্টি ক্লাবে পারের চেয়ে তিন শট কম (৬৮ শট) নিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব শেষ করেন সিদ্দিুকুর। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে মোট পাঁচ শট কম খেলেন তিনি। প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট কম নিয়ে (৬৯ শট) ছয় জনের সঙ্গে যৌথভাবে এগারোতমস্থানে ছিলেন প্রতিযোগিতার সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী বাংলাদেশি এই গলফার।

এদিকে তিন লাখ ডলারের এই প্রতিযোগিতায় দ্বিতীয় পর্ব শেষে জাপানের দাইসুকে মারুয়ামা শীর্ষে রয়েছেন। ৬৭ শট খেলে দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে সাত শটে এগিয়ে আছেন তিনি। অন্যদিকে সবমিলিয়ে পারের চেয়ে সাত শট কম নিয়ে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার জবে ক্রুগার। দ্বিতীয়রাউন্ডে পারের চেয়ে তিন শট কম নিয়ে এশিয়ায় প্রথম শিরোপা জয়ের পথে অনেকটা এগিয়েছেন ২৪ বছরের এই প্রোটিয়াস গলফার। পারের চেয়ে ছয় শট কম নিয়ে তৃতীয়স্থানে জায়গা করে নেন স্বাগতিক প্রতিযোগী চিন্নারাত ফাদুঙছিল।

টুর্নামেন্টে প্রথম রাউন্ডের তিন সেরা প্রতিযোগী থাইল্যান্ডের প্রায়াদ মার্কসেঙ, ভারতের অনির্বাণ লাহিড়ী ও অস্ট্রেলিয়ার গ্যাভিন ফ্লিন্ট কেউই দ্বিতীয় রাউন্ডে সুবিধা করতে পারেননি। সবমিলিয়ে পারের চেয়ে চার শট কম নিয়ে তিনজনই যৌথভাবে অষ্টমস্থানে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।