ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

আফ্রিদিকে জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জুন ১৭, ২০১১
আফ্রিদিকে জরিমানা

লাহোর: সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে ৪৫ লাখ রূপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র ডিসিপ্লিনিয়ারি কমিটি। বোর্ডের কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করায় তাকে এই জরিমানা করা হয়।

পিসিবি সূত্র জানায়, আফ্রিদির বিরুদ্ধে অবসরের ঘোষণা, পিসিবি ও এর কর্মকর্তাদের সমালোচনা করায় কেন্দ্রীয় চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনার আগে চার সদস্যের কমিটি কাছে আবেদন করে এই অলরাউন্ডার। যাই হোক, কামিটি তাকে জরিমানা করলেও নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেয়।

এনওসি পাওয়ার মধ্যদিয়ে বিদেশের মাটিতে খেলতে আর কোন বাঁধা নেই আফ্রিদির। ইংলিশ কাউন্টি ক্লাব হ্যামশায়ারে  খেলতে পারবেন তিনি। এছাড়া অংশ নিতে পারবেন শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগেও।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।