ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

সারওয়ান-ব্রাভোর ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুন ১৭, ২০১১
সারওয়ান-ব্রাভোর ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের জয়

কিংসটন: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ একদিনের সিরিজ (৩-২) জিতেছে ভারত। সফরকারীদের কাছে পরপর তিন ম্যাচ হারলেও শেষ দুই ম্যাচে জেতে স্বাগতিকরা।

বৃহস্পতিবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে সুরেশ রায়নার দলকে সাত উইকেটে হারিয়েছে ক্যারিবিয়রা।

ভারত: ২৫১ (৪৭.৩ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ: ২৫৫/৩ (৪৮.৪)
ফল: ওয়েস্ট ইন্ডিজ সাত উইকেটে জয়ী

সাবিনা পার্কে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় ভারত। দলীয় ২১ রানের মাথায় বিদায় নেন দুই ওপেনার। পার্থিব প্যাটেলকে (৬) ক্যাচ আউট করেন আন্দ্রে রাসেল। ব্যক্তিগত ১১ রানে শেখর ধাওয়ানকে সাজঘরে ফেরান ক্রেমার রোচ।

দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন ভিরাট কোহলি। রান আউট হওয়ার আগে দশটি চারের সাহায্যে ৯৪ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। রোহিত শর্মা ৫৭, ইউসুফ পাঠান ৩০ ও মনোজ তিওয়ারির ২২ রানের কল্যাণের গুটিয়ে যাওয়ার আগে ২৫১ রান করে ভারত।

৩৫ রান খরচায় চারটি উইকেট নেন আন্দ্রে রাসেল। এছাড়া দুটি করে উইকেট নেন ক্রেমার রোচ ও কিরণ পোলার্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ভিনয় কুমারের বলে ব্যক্তিগত ৬ রানে আউট হন ওপেনার লেন্ডল সাইমন্স। দলের রান তখন ১২।

রামনরেশ সারওয়ান ও ড্যারেন ব্রাভোর আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিন উইকেট হারিয়েই গন্তব্যে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ। অবসর নেওয়ার (রিটায়ার্ড হার্ট) আগে ৭৫ রান করেন সারওয়ান। আর অমিত মিশ্রর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ড্যারেন ব্রাভো। তিনটি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ৮৬ রান করেন তিনি। ৪৬ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন অমিত মিশ্র।

ম্যাচ সেরা হন আন্দ্রে রাসেল। আর সিরিজ সেরার পুরস্কার জেতেন রোহিত শর্মা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।