ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ছয় দল নিয়ে সুপার কাপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জুন ১৬, ২০১১

ঢাকা: দ্বিতীয় বারের মতো অনুষ্ঠেয় সুপার কাপ টুর্নামেন্ট লিগের ছয় শীর্ষ দলকে নিয়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফের টুর্নামেন্ট কমিটি।

বুধবার টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদের সভাপতিত্বে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বাজেটের টুর্নামেন্টটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিটি বাংলাদেশ লিগে পয়েন্ট তালিকায় শীর্ষ ছয় দলকে দুই গ্রুপে ভাগ করে ডাবল লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেয়। লিগ পদ্ধতিতে খেলে প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলবে।

প্রায় দুই কোটি টাকার সুপার কাপ টুর্নামেন্টটি জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। ২০০৯ সালে প্রথমবারের মতো টুর্নামেন্টটি মাঠে গড়ায়। সেবার পৃষ্ঠপোষকতা করেছিল মোবাইল নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠান সিটিসেল। এবারের প্রতিযোগিতা হবে গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।