ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

জুলাইয়ের প্রথম সপ্তায় জাতীয় দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জুন ১৬, ২০১১
জুলাইয়ের প্রথম সপ্তায় জাতীয় দল ঘোষণা

ঢাকা: জাতীয় দলের প্রাক-মৌসুমের কন্ডিশনিং ক্যাম্প চলবে ৩০ জুন পর্যন্ত। ফিটনেস প্রশিক্ষণের বেশিরভাগ হয়ে গেছে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এবং বিকেএসপিতে হয়েছে প্রশিক্ষণ। ২৬ জুন থেকে হবে কক্সবাজারে। সমুদ্র সৈকতের বালুতে জমপেশ প্রস্তুতি চলবে।

সেখান থেকে ক্রিকেটাররা ফেরার পর জিম্বাবুয়ে সফরের জন্য জাতীয় দল চূড়ান্ত হবে। ২ জুলাই খেলোয়াড় তালিকা বিসিবিতে জমা দেবেন নির্বাচকরা। বৃহস্পতিবার নির্বাচক হাবিবুল বাশার বাংলানিউজকে জানান, নিবিড় প্রশিক্ষণের জন্য চূড়ান্ত দল ঘোষণা কর হতে পারে ৪ অথবা ৫ জুলাই।

জিম্বাবুয়ে সফরের জন্য জাতীয় দলে খুব একটা চমক থাকবে না বলেই জানিয়েছেন নির্বাচকরা। বিশ্বকাপ দলের সদস্যদেরই গুরুত্ব দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।