ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

টি-টোয়েন্টির পক্ষে মিসবাহ, বিপক্ষে ইউসুফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুন ১৬, ২০১১
টি-টোয়েন্টির পক্ষে মিসবাহ, বিপক্ষে ইউসুফ

লাহোর: তরুণ ক্রিকেটারদের ওপর আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রভাব নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক মিসবাহ উল হক ও সাবেক নেতা মোহাম্মদ ইউসুফ।

মিসবাহ মনে করেন, টি-টোয়েন্টি ক্রিকেটের বাস্তবতা হচ্ছে এর সঙ্গে থাকা।

কিন্তু ঠিক উল্টো বলেছেন ইউসুফ। তার মতে, তরুণ ক্রিকেটারদের প্রয়োজন দ্রুত গতির এই ফরম্যাটের ক্রিকেট থেকে দূরে থাকা।

ক্রিকেটের ভিন্ন ভিন্ন ফরম্যাটে মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে মিসবাহ বলেন,“যে কোন ভালো ক্রিকেটার কোন ধরণের সমস্যা ছাড়াই একত্রে খেলতে পারে ক্রিকেটের তিনটি ফরম্যাটে। ”

পাকিস্তানের অধিনায়কের সঙ্গে দ্বিমত পোষণ করে ইউসুফ বলেন,“আমি তরুণ ক্রিকেটারদের বলবো বিশেষকরে টি-টোয়েন্টি থেকে দূর থাকার জন্য। যথার্থ ক্রিকেটার হিসেবে এটি তাদের উন্নতিতে সহায়তা করবে না। টি-টোয়েন্ট ফরম্যাটে তরুণদের জন্য এমন জায়গা নেই, যেখান থেকে তারা ভালো ক্রিকেটের শিক্ষা নিতে পারে। ”

পাকিস্তানের হয়ে ৯০টি টেস্ট ও ২৮৮টি একদিনের ম্যাচ খেলছেন ইউসুফ। আর টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন তিনটি।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুন ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।