ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

লিগ কমিটির মুখোমুখি রহমতগঞ্জ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুন ১৫, ২০১১

ঢাকা: পাতানো ম্যাচে সংশ্লিষ্টতার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার বাংলাদেশ লিগ কমিটির মুখোমুখি হয়েছে রহমতগঞ্জ।

আগের দিন লিগ কমিটির মুখোমুখি হওয়ার কথা থাকলেও লিগে নিজেদের বাকি দুই ম্যাচ শেষে দেখা করতে চেয়েছিল পুরনো ঢাকার দলটি।

কিন্তু লিগ কমিটি তাদের কোন সময় দেওয়ার অভিযোগ নাকচ করে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে দেখা করতে আদেশ দেন।

বিকেলে রহমতগঞ্জ কর্মকর্তা ও খেলোয়াড়রা বাফুফে ভবনে গিয়ে লিগ কমিটির সঙ্গে দেখা করেন। লিগ কমিটি দলটির ফুটবল ম্যানেজার সালাউদ্দিন কালা, গোলরক্ষক ইরান শেখ, কোচ আলী আসগর নাসির ও রক্ষণভাগ খেলোয়াড় মাইকেল দুম্বাকে শেখ জামালের বিপক্ষে লিগে নিজেদের ২০তম ম্যাচটি পাতানোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন।

জানা গেছে, রহমতগঞ্জের খেলোয়াড়- কর্মকর্তারা ম্যাচ পাতানোর সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন। তবে লিগ কমিটি ম্যাচটির ভিডিও ফুটেজ দেখিয়ে তাদের সংশ্লিষ্টতা প্রমাণের চেষ্টা চালায় বলে বাফুফের একটি সূত্র জানায়।

এ ব্যাপারে লিগ কমিটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর কাছে জানতে চাইলে তিনি বলেন,“ওই ম্যাচটির ব্যাপারে তদন্ত চলছে। এ অবস্থায় এখনই কিছু বলাটা সমীচীন নয়। ”

আগামী শনিবার একই প্রসঙ্গে শেখ জামাল খেলোয়াড়-কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য আহবান জানিয়েছে লিগ কমিটি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।