ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

কাউন্টি খেলায় বাঁধা নেই আফ্রিদির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জুন ১৫, ২০১১
কাউন্টি খেলায় বাঁধা নেই আফ্রিদির

করাচি: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পাওয়ায় কাউন্টি খেলায় আর বাঁধা নেই সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির। ইংলিশ টি-টোয়েন্টি প্রতিযোগিতায়ও অংশ নিতে পারবেন তিনি।

সিন্ধ উচ্চ আদালত থেকে বোর্ডের বিরুদ্ধে পিটিশন তুলে নেওয়ায় এনওসি দেয় পিসিবি।

পিসিবি সভাপতি ইজাজ বাট ও আফ্রিদির সঙ্গে সভা হওয়ার পরপরই তাকে এনওসি দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। সভায় ইজাজ বাট আফ্রিদিকে বিদেশে পেশাদার ক্রিকেট খেলার বিষয়ে এনওসি রিইস্যু করতে সম্মত হন। সূত্র জানায়, হ্যাম্পশায়ারের হয়ে টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অংশ নিতে এ সপ্তাহে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন আফ্রিদি।

এনওসি পাওয়ার মাধ্যমে শেষ হলো বোর্ডের সঙ্গে আফ্রিদির চলমান দ্বন্দের! পাকিস্তান ক্রিকেটের অনেক ইতিহাসের মধ্যে বোর্ড ও খেলোয়াড়ের দ্বন্দ্বের ভেতর অন্যতম ছিলো এটি।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।