ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

উইম্বলডনে অনিশ্চিত ক্লাইস্টার্স

স্পোর্টস ডেক্স | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জুন ১৫, ২০১১
উইম্বলডনে অনিশ্চিত ক্লাইস্টার্স

ডেন বোসচ: ইউসেফ ওপেন খেলার সময় গোড়ালিতে আঘাত নিয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন বেলজিয়ান তারকা কিম ক্লাইস্টার্স। চোটের রাহুতে পড়ে ইউএস ওপেন জয়ী হেরে গেছেন ইতালির রমিনা অপ্রেন্দির কাছে।

এখন উম্বলডনে ক্লাইস্টার্সেরখেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

উইম্বলডনে খেলাটা নির্ভর করছে চিকিৎসকের ছাড়পত্রের ওপর। ক্লাইস্টার্স বলেছেন,“হাসপাতালের প্রতিবেদনের ওপর আমার খেলা নির্ভর করছে। ”

রমিনা অপ্রেন্দির কাছে ৭-৬ (৫) ও ৬-৩ গেমে হেরেছেন র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা ক্লাইস্টার্স।

গত এপ্রিলে চাচাতো ভাইয়ের বিয়েতে নাচতে গিয়ে পা ফসকে গেলে গোড়ালিতে আঘাত পান বেলজিয়ান টেনিস তারকা। এরপর ফ্রেঞ্চ ওপেন খেলতে নেমে নিজেকে মেলে ধরতে পারেননি। দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিশ্চিত হয়। ক্রেপ ব্যান্ডেজ পেচিয়েও সুফল পাননি। পুরনো সেই চোটের মধ্যে নতুন করে আঘাত পেলেন ইউসেফ ওপেনে। বলেন,“এটা গোড়ালির সেই স্থান। সেখানে আগে চোট পেয়েছি। ”

ইউএস ওপেন জয় দিয়ে মৌসুম শুরু করেছিলেন ক্লাইস্টার্স। ডান কাঁধ ও কব্জিতে চোট তাকে থামাতে পারেনি। ব্যস্তময় সময় কাটিয়েছেন গ্রীষ্মে। গোড়ালির চোট সাময়িক প্রতিবন্ধকতা তৈরি করলেও শিগগিরই ফিরবেন ক্লাইস্টার্স। ভক্তদের প্রত্যাশা তেমনই তো।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।