ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

বিওএতে চিত্র প্রদর্শনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জুন ১৪, ২০১১

ঢাকা:অলিম্পিক ডে ২০১১ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আগামী ২৪ থেকে ৩০ জুন ২০১১ পর্যন্ত বিওএ ভবনে ‘ছবিতে বাংলাদেশের ক্রীড়া ঐতিহ্য’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে।

খেলাধুলা নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় অর্থ পুরস্কার ও সম্মাননা।



বিওএ’এর এই আয়োজনে চাইলে সৌখিন ও পেশাদার আলোকচিত্রকরদের জনপ্রতি সর্বাধিক ৫ (পাঁচ) টি করে ছবি নমুনা অনুযায়ী  ২০ জুন ২০১১ তারিখের মধ্যে বিওএ অফিসে জমা দিতে বলা হয়ছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিওএ জানায়, প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অংশগ্রহণের নিয়মাবলী সংক্রান্ত যাবতীয় তথ্য বিওএ ভবনে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জুন ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।