ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

চ.মোহামেডানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি ব্রাদার্সের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুন ১৪, ২০১১
চ.মোহামেডানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি ব্রাদার্সের

ঢাকা: আবারো চট্টগ্রাম মোহামেডানের কাছে পয়েন্ট হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। প্রথম পর্বে অবশ্য তারা ১-০ হেরেই গিয়েছিল বন্দর নগরীর দলটির কাছে।

দ্বিতীয় পর্বের খেলায় মঙ্গলবার ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে গোপীবাগের দলটি।

রেলিগেশন এড়ানোর কঠিন সমীকরণের ম্যাচে স্বাগতিকদের বিরুদ্ধে প্রথমেই গোল হজম করতে হয় চট্টগ্রাম মোহামেডানকে। বল মাঠে গড়ানোর ১৬ মিনিটেই সাদা-কালোদের বিপক্ষে ব্রাদার্সকে এগিয়ে দেন তাদের নাইজেরিয়া ফুটবলার কিংস লে। কিংস লে’র নেওয়া হেডে বল গোলরক্ষক জেমস পলের মাথার উপর দিয়ে জালে জড়ালে এগিয়ে যায় ব্রাদার্স (১-০)।

এই হাসি খুব বেশি সময় স্থায়ী হয়নি কোচ খন্দকার ওয়াসীমের দলের। দুই মিনিটের ব্যবধানে গোল হজম করতে হয় তাদের। খেলায় সমতা ফিরিয়ে আনেন সফরকারী দলের লাইবেরিয়ান স্ট্রাইকার জেরি ওডেস্কো। মধ্য মাঠ থেকে কাউন্টার এ্যাটাকে বল পেয়েই সরাসরি শটে গোল আদায় করেন তিনি।

বাকি সময়ে কোন দলই গোল করতে না পারায় এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

ব্রাদার্সের বিরুদ্ধে এ ড্র’য়ের ফলে রেলিগেশন ভয় এখনও রয়ে গেছে চট্টগ্রাম মোহামেডানের। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ১৭। তালিকায় তাদের অবস্থান দশম। নিজেদের শেষ দুই ম্যাচে শক্তিশালী মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে মাঠে নামতে হবে দলটিকে।

দুই পয়েন্ট কম নিয়ে চট্টগ্রাম মোহামেডানের পেছনে রেলিগেশন এড়ানোর দৌঁড়ে থাকা ফেনী সকার ক্লাবের বাকী এখনও তিন ম্যাচ। দুই আবাহনী ছাড়াও ফরাশগঞ্জের মুখোমুখি হবে তারা।

ব্রাদার্সের বিপক্ষে ম্যাচ জিততে না পারায় চট্টগ্রাম মোহামেডানের কোচ সারওয়ার বলেন,“পুর্র্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলে কিছুটা স্তস্তিতে থাকতে পারতাম। কিন্তু এখন ড্র করায় রেলিগেশন শঙ্কায় রয়ে গেলাম। ”

১৯ ম্যাচ শেষে ব্রাদর্সের সংগ্রহ ২৬ পয়েন্ট (ষষ্ঠ)। এক ম্যাচ বেশি খেলে চট্টগ্রাম মোহামেডানের সংগ্রহ ১৭ (দশম)। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে শেখ জামাল ধানমন্ডি কাব।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুন ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।