ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

ক্রিকেটারদের বিষন্ন সন্ধ্যা!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জুন ১৪, ২০১১
ক্রিকেটারদের বিষন্ন সন্ধ্যা!

আশুলিয়া: ভোর হতেই মাঠে চলে আসতে হয়। অনুশীলন চলে পালা করে।

দিনের বাকি সময়টাও দারুণ কাটে। কিন্তু সূর্যাস্তের পর অস্বস্তি লাগে!

অস্তমিত সূর্য ক্রিকেটারদের একরাশ হতাশার সন্ধ্যা উপহার দেয় বিকেএসপিতে। নির্মল বাতাসে প্রাণ জোড়ায় না। সার্বক্ষণিক মনে হয় কি যেন নেই। কোথায় যেন যাওয়া হয়নি। কাকে যেম মিস করছি। অন্তত পাঁচ থেকে ছয়জন ক্রিকেটারের মুখে একই কথা। আপনা আপনি প্রশ্ন বেরিয়ে এলো। অতৃপ্তিটা কোথায়?

অনেক ভেবেচিন্তে শাহরিয়ার নাফিস উত্তর দিলেন ঢাকায় থাকলে তো বাসায় থেকে অনুশীলন করেছি। এখানে থাকতে হচ্ছে। শাহরিয়ার নাফিস ছেলেকে মিস করেন। কিন্তু যাদের এখনো সংসার হয়নি তাদের অভাববোধটা কোথায়?

হাসির ছলে একজন বললেন, নাম লিখবেন না তো? লিখবো না। তা হলে বলি, আমাদের প্রণয়ের বয়স হয়নি বুঝি। সুন্দর বাংলা বলেন তো! শিখেছি, উপন্যাস পড়ে। আমরা তো প্রেয়সিকে মিস করি। হা হা... (হাসি)।

সন্ধ্যাটা কোন রকমে পার করে দিতে পারলেই শান্তি। রাতের খাবার খাওয়ার পর এমনিতেই ঘুম আসে। বসে থাকার ইচ্ছে হয় না। সোজা বিছানায় চলে যান। শুধু সন্ধ্যাটা..।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুন ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।