ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

খেলা

টাকা দিয়েই শিরোপা কেনা যায় না: কালু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১০
টাকা দিয়েই শিরোপা কেনা যায় না: কালু

লন্ডন: চেলসির ফরোয়ার্ড সলেমন কালু মঙ্গলবার প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটিকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন কাঁড়ি কাঁড়ি টাকা উড়িয়েই শিরোপা জেতা সম্ভব নয়।

সিটির কোচ রবার্তো মানচিনি ইয়াইয়া তুরে, জেরোমে বোয়াতেং, আলেকজান্ডার কোলারভ আর ডেভিড সিলভা এই চার খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করতে খরচ করেছেন ৭০ মিলিয়ন পাউন্ড (৮৪ মিলিয়ন ইউরো)।

লক্ষ্য চেলসির কাছ থেকে লিগ শিরোপা কেড়ে নেওয়া।

কালু মনে করেন আগের মৌসুমের পঞ্চম অবস্থানের কিছুটা উন্নতি করতে পারবে সিটি। তবে শিরোপা জয়ের মতো অবস্থানে যেতে তাদের আরো সময়ের প্রয়োজন হবে।

২৪ বছর বয়সী কালু চেলসি ডটকমকে আরো বলেন,“১০ জন নতুন খেলোয়াড় আনার মানে এই নয় যে তারা দলকে শিরোপা পাইয়ে দেবে। এখানে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি আর আর্সেনালের মতো দল আছে যারা সবসময়ই সেরার কাছাকাছি থাকবে”।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘন্টা, আগস্ট ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।