ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

বিসিবির বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১০
বিসিবির বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প শুরু

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র ডাকা বিশেষ ক্যাম্পে (কন্ডিশনাল ক্যাম্প) বুধবার প্রথম দিনে ২১ ক্রিকেটারের মধ্যে যোগ দিয়েছেন ১৬ জন।

ক্যাম্পে না আসা বাকি পাঁচ ক্রিকেটাররা হলেন মোহাম্মদ আশরাফুল, নাজিমউদ্দিন, নাঈম ইসলাম, মেহরাব হোসেন জুনিয়র ও তালহা জুবায়ের।

জানা গেছে, অনুপস্থিতদের মধ্যে আশরাফুল, নাজিমউদ্দিন ও নাঈম ইসলাম ছুটি নিয়েছেন। এছাড়া মেহরাব হোসেনের দাদি মারা যাওয়ায় আসেননি তিনি। তবে রিপোর্ট করেননি তালহা জুবায়ের।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ক্যাম্পের প্রথম দিনে খেলোয়াড়দের হালকা শারীরিক অনুশীলন (জিম ও রানিং) করানো হয়।

সাপোর্টিং স্টাফ (ফিজিও ও ট্রেনার) ছাড়া একাই ক্যাম্প পরিচালনা করেন জাতীয় দলের সহকারি কোচ খালেদ মাহমুদ সুজন।

রিপোর্ট করা ক্রিকেটাররা হলেন রকিবুল হাসান, অলক কাপালি, শাহরিয়ার নাফিস, কাজী শাহাদাত হোসেন, এনামুল হক জুনিয়র, মাহবুবুল আলম, ডলার মাহমুদ, সোহরাওয়ার্দী শুভ, রবিউল ইসলাম, সগির হোসেন, ফরহাদ হোসেন, সাকলাইন সাজিব, শামসুর রহমান, ইলিয়াস সানি, মার্শাল আয়্যুব ও কামরুল ইসলাম।

প্রশিক্ষণ চলবে ৪ থেকে ১১ আগস্ট পর্যন্ত।
 
বাংলাদেশ সময়: ২১০০ ঘন্টা, আগস্ট ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।